Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুরের গাংনীতে রাইড শেয়ারিং সেবা চালু


৩ আগস্ট ২০২০ ১৯:৩৭

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে রাইড শেয়ারিং সেবা চালু হলো। একঝাঁক উদ্যোমী তরুণদের হাত ধরে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘চলো’ ‍এর যাত্রা শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাইড শেয়ারিং সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

‘একটা ফোন কলে বাইক হাজির আপনার কাছে’  শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে চলোর সিইও  বদরুদ্দোজা তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার মেয়র মো. আশরাফুল ইসলাম,  জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও নারী নেত্রী নুরজাহান বেগম ও আরটিভি সাংবাদিক মাজেদুল হক মানিক  ও চলোর প্রধান সমন্নয়কারী ও পরিচালক বিপুল জাহিদ । অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, মেহেরপুর জেলায় এই প্রথম রাইড শেয়ারিং সেবা চালু হলো যাতে জেলার মানুষ বিভিন্ন স্থানে জরুরী প্রয়োজনে দ্রুত যাতায়াত করতে পারে। অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি রাইড শেয়ারিংয়ে যুক্ত হয়ে আর্থিকভাবে কিছুটা স্বচ্ছল হতে পারবেন বলে বক্তারা উল্লেখ করেন।

রাইড-শেয়ারিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর