Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩ হাজার পরিবারে কোরবানির মাংস বিতরণ করেছে ওব্যাট হেল্পার্স


৩ আগস্ট ২০২০ ২০:৫১

ঢাকা: স্বেচ্ছাসেবী সংগঠন ওব্যাট হেল্পার্সের অর্থায়নে সারাদেশের বিভিন্ন জেলায় ১৩ হাজার দরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আইজিএমআইএস স্কিল ডেভেলোপমেন্ট ক্লাবের (আইএসডিসি) সহযোগিতায় মাংস বিতরণ করা হয়।

রবিবার ও সোমবার (২ ও ৩ আগস্ট) রাজধানীর মোহাম্মাদপুরের শেরশাহ শুরি রোডের অব্যাট হেল্পার্সের প্রকল্প কার্যালয়ে কোরবানি দিয়ে মাংস বিতরণ কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

ওব্যাট হেল্পার্স ইউএসএ’র পাবলিক রিলেশন অফিসার মো. রাজু বলেন, ‘প্রতিবছর কোরবানি শেষে দরিদ্রদের মাঝে মাংস বিতরণ করা হয়। এ বছরও ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, বগুড়া, খুলনা ও সৈয়দপুরে  ১৩ হাজারেরও বেশি পরিবারকে মাংস দেয়া হয়েছে। এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও মাংস বিতরণ করা হয়েছে।’

আইএসডিসিএম’র প্রজেক্ট ম্যানেজার সোহেল আক্তার খান বলেন, ‘গত বছর ওব্যাট সারাদেশে প্রায় ৯ হাজার পরিবারকে মাংস বিতরণ করেছিল। কিন্তু করোনার কারণে এখন অনেকেই তিন বেলা খেতে পারছেন না। একারণে আমরা এ বছর কোরবানির ওপর বেশি গুরুত্ব দিয়েছি। এ বছর ১৩ হাজার পরিবারের মাঝে কোরবানির মাংস পৌঁছে দিতে পেরেছি। এই কঠিন কাজটি সুষ্ঠভাবে করতে সহযোগিতা করেছে ওব্যাট এর তরুণদের সেচ্ছাসেবী সংগঠন ওব্যাট থিংক ট্যাংক এর সেচ্ছাসেবীরা।’

ওব্যাট হেল্পার্স

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর