Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে দুর্গম পাহাড় থেকে স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার


৩ আগস্ট ২০২০ ২১:১০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নিখোঁজের তিনদিন পর দুর্গম পাহাড় থেকে এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী জানান, সোমবার (০৩ আগস্ট) রাতে নগরীর জালালাবাদে দুর্গম পাহাড় থেকে কিশোরের লাশ ‍উদ্ধার করা হয়েছে। রাসেল (১৩) নামে ওই কিশোর জালালাবাদ কাশেম কলোনির বাসিন্দা এক দিনমজুরের ছেলে।

ওসি প্রনব চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘রাসেল স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। ঈদুল আজহার আগেরদিন থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়। আজ (সোমবার) স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে একেবারে দুর্গম এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছি। লাশটি পুরোপুরি পচে বিকৃত হয়ে গেছে।’

কিশোর রাসেলকে খুন করা হয়েছে বলে ধারণার কথা জানিয়ে ওসি বলেন, ‘তাকে দুর্গম পাহাড়ে কে নিয়ে গেল, সে কেন সেখানে গেল— এসব বিষয় তদন্তের আওতায় আসবে।’

চট্টগ্রামে শিক্ষার্থীর মৃত্যু স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর