Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতি যাচ্ছেন তুরস্ক, প্রধানমন্ত্রী ফ্রান্সে


১০ ডিসেম্বর ২০১৭ ১২:৩৫

সিনিয়র করেসপন্ডেন্ট

সরকারি গুরুত্বপূর্ণ সফরে সোমবার ঢাকা ছাড়ছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসির বিশেষ শীর্ষ সম্মেলনে যোগদিতে তুরস্কে রাষ্ট্রপতি এবং জলবায়ু বিষয়ক সম্মেলন ওয়ান প্লানেট সামিটে যোগদিতে ফ্রান্সে যাবেন প্রধানমন্ত্রী।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবুল হাসান মাহমুদ আলী।

গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ওই ঘোষণার পর বিশ্বজুড়ে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে ওআইসি তুরস্কে জরুরি সম্মেলনের ডাক দিয়েছে। সেখানে মুসলিম বিশ্বের নেতারা এই ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরবেন।

সংবাদ সম্মেলনে মাহমুদ আলী বলেন, বাংলাদেশ আল কুদস কমিটির সদস্য। জেরুজালেম বা আল কুদস মূলত ওআইসির সদর দপ্তর। বিষটি নিয়ে সেখানে মুসলিম বিশ্বের নেতারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

এদিকে, জলবায়ু ইস্যুতে গৃহত প্যারিস চুক্তির দুই বছর পূর্তিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসছে ওয়ান প্লানেট সামিট। এতে অংশ নিতে দেশটির উদ্দেশে সোমবার ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে অংশগ্রহণ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বলে ওই সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্র মন্ত্রী।

সম্মেলনে কার্বন নিরপেক্ষতা জোট, কয়লা পরিত্যাগ জোট ও অন্যান্য আর্থিক সংস্থা গুরুত্বপূর্ণ আলোচনা করবে।

সফরে ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমইউএস/একে

 

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর