Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নটরডেমে ভর্তি হবেন যেভাবে


৪ আগস্ট ২০২০ ১৪:১৫ | আপডেট: ৪ আগস্ট ২০২০ ১৬:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: একাদশ ও দ্বাদশ শ্রেণিতে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজ। ২০২০-২১ শিক্ষাবর্ষে কলেজটিতে ভর্তি হতে শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হবে একটি ভার্চুয়াল পরীক্ষায়।

নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও বলেন, ‘করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় প্রচলিত পদ্ধতিতে একাদশ শ্রেণির ভর্তি-পরীক্ষা নেওয়া হবে না। এর পরিবর্তে অনলাইনেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষাও হবে না।’

নটরডেম কলেজে এবার এসএসসি পরীক্ষার ফল ও অনলাইন ভর্তি-পরীক্ষার নম্বরের ভিত্তিতেই শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। এজন্য আগামী ৯ আগস্ট ১২টা ১ মিনিট থেকে ১৬ আগস্ট ভোর ৬টা পর্যন্ত www.mcampus-addmission.online/ndc/ অথবা নটরডেম কলেজ, ঢাকার নিজস্ব ওয়েবসাইট www.notredamecollege-dhaka.com থেকে অনলাইনে আবেদন করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ-৫, মানবিক বিভাগ থেকে ন্যূনতম জিপিএ-৩ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ন্যূনতম জিপিএ-৪ প্রাপ্তরা আবেদন করতে পারবেন এবার। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা কিছুটা বাড়বে।

ভার্চুয়াল ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন ও সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি, সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এবার বিজ্ঞান বিভাগে ২০৮০ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। মানবিক বিভাগে ৪০০ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৫০ জন শিক্ষার্থী পড়ার সুযোগ পাবে। তবে ধুমপায়ীদের আবেদন করতে নিষেধ করেছে নটরডেম কলেজ কর্তৃপক্ষ।

একাদশ শ্রেণিতে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ক্লাস শুরুর সম্ভাবনা রয়েছে।

নটরডেম কলেজ ভর্তি ভার্চুয়াল পরীক্ষা শিক্ষা প্রতিষ্ঠান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর