Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মায় তীব্র স্রোত, ঘাটে ঢাকামুখী মানুষের ঢল


৪ আগস্ট ২০২০ ১৫:১২ | আপডেট: ৪ আগস্ট ২০২০ ১৮:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: ঈদ উদযাপন শেষে কর্মস্থলে যোগ দিতে দেশের দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষের ঢল নেমেছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকেই পদ্মার তীব্র স্রোত উপেক্ষা করে কাঁঠালবাড়ি ঘাট হয়ে লঞ্চ, স্পিডবোট ও ফেরিযোগে যাত্রীরা শিমুলিয়ায় ঘাটে আসতে শুরু করে।

প্রতিকূল আবহাওয়া ও নদীতে তীব্র স্রোত থাকায় শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে বর্তমানে ৪টি রোরোসহ মোট ৭টি ফেরি চলাচল করছে। এসব ফেরীতে অন্যান্য যানবাহনের চেয়ে মোটরসাইকেলের আধিক্য রয়েছে। তবে ফেরি স্বল্পতার কারণে অধিকাংশ যাত্রী লঞ্চ ও স্পিডবোটে পদ্মা পারি দিচ্ছে।

এদিকে শিমুলিয়া ঘাটে গণপরিবহন সংকটে যাত্রীদের দীর্ঘক্ষণ ঘাট এলাকায় অবস্থান করতে হচ্ছে। এতে ভোগান্তিতে পরতে হচ্ছে অনেক যাত্রীকে।

বিজ্ঞাপন

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুর নূর তুষার জানান, ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ রয়েছে। ফেরিতে প্রচুর পরিমানে মোটরসাইকেল আরোহী আসছে। তবে অনেক যাত্রী লঞ্চে যাওয়ায় ফেরিতে যাত্রী চাপ কমেছে। আর ঘাটে বর্তমানে শতাধিক পণ্যবাহী ট্রাক সহ ৩ শতাধিক ছোট-বড় যানবাহন রয়েছে। সিরিয়াল অনুযায়ী সব যানবাহন পার করা হবে।

ঈদ উদযাপন টপ নিউজ তীব্র স্রোত পদ্মা মানুষের ঢল শিমুলিয়া ঘাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর