Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা উপসর্গ নিয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু


৪ আগস্ট ২০২০ ১৫:৫৩

রাজশাহী: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী মারা গেছেন। ওই শিক্ষার্থীর নাম মিঠুন বিশ্বাস। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (০৩ আগস্ট) সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মিঠুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বড় ভাই সুমন বিশ্বাস।

সুমন বলেন, ‘মিঠুনের জ্বর ছিল। একদিন হঠাৎ টয়লেটে পড়ে যায় সে। ১২ জুলাই তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এরপর অবস্থার অবনতি দেখে ১৩ জুলাই সকালে যশোর মেডিকেল কলেজে ভর্তির জন্য নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।’

তিনি আরও জানান, ঢামেক হাসপাতালে গেলে দীর্ঘক্ষণ ভর্তি করানো যায়নি। এতে তার অবস্থা আরও খারাপ হয়। ২২ ঘণ্টা পর তাকে ভর্তি নেয় ঢামেক হাসপাতাল। তখন আইসিইউ সাপোর্টও পায় সে। করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে। সোমবার সকালে মারা যায় মিঠুন। ঝিনাইদহের কালিগঞ্জের খোলাবাজারে তার বাসভবনে (সোমবার) রাতে শেষকৃত্য সম্পন্ন হয় বলেও জানান তার ভাই সুমন বিশ্বাস।

করোনা আতঙ্কে রাবি শিক্ষার্থীর মৃত্যু রাবি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর