নড়াইলের কালিয়ায় পুলিশের উপস্থিতিতে বাল্যবিয়ের অভিযোগ
৪ আগস্ট ২০২০ ১৭:৫৮
নড়াইল: নড়াইলের কালিয়ায় পুলিশের উপস্থিতিতে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ে হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার কলাবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার বিকাল ৪ টার দিকে খুলনার রূপসা থানার বামনডাঙ্গা গ্রামের মুনতাহের মোল্যার ছেলে আরিফুল ইসলাম (৩০) অর্ধশতাধিক বরযাত্রী নিয়ে হাজির হন কনের বাড়িতে। কালিয়া ইউএনও বিষয়টি জানতে পেরে বিয়ে বন্ধ করতে নড়াগাতি থানা পুলিশকে নির্দেশ দেন। পরে ওই থানার এসআই মো.তৌফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বিয়ের আসরে হাজির হলেও বিয়ে হয়।
কলাবাড়িয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সদস্য শেখ শের আলী বলেন, বিয়ের আগ মুহূর্তে ইউএনও অফিস থেকে এ বিষয়ে জানতে পারি এবং বিয়ে বাড়িতে পুলিশ আসলেও বাল্যবিয়ে বন্ধ হয়নি। বরং ধুমধামের করেই বিয়ে হয়েছে।
কালিয়া নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুদা জানান, বা’ল্য বিয়ের বিষয়টি জানার পর নড়াগাতি থানার ওসিকে অবহিত করি। তিনি এ নিয়ে বলতে পরবেন।
উপজেলার নড়াগাতি থানার এসআই মো. তৌফিকুল ইসলাম বলেন, জন্ম নিবন্ধনে মেয়ের জন্মসাল ০৫-১২-২০০১। এ ছাড়া তিন মাস আগেই খুলনায় নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে হয়েছে তার। পরে আমরা ফিরে আসি।