Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটি পিসিআর ল্যাবের উদ্বোধন ৬ আগস্ট


৪ আগস্ট ২০২০ ১৮:০৭ | আপডেট: ৪ আগস্ট ২০২০ ১৮:০৮

রাঙ্গামাটি: রাঙ্গামাটি পিসিআর ল্যাবের সব কাজ শেষ হয়েছে। আগামী ৬ আগস্ট সকাল সাড়ে এগারোটায় আনুষ্ঠানিকভাবে ল্যাবের উদ্বোধন করবেন রাঙ্গামাটির দায়িত্বপ্রাপ্ত সচিব বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেপজা)’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানিয়েছেন, ল্যাবের সকল কাজ শেষ হয়েছে এবং আমরাও প্রস্তুত। তবে ৬ আগস্ট উদ্বোধন হলেও পরীক্ষা শুরু হবে আরও ২/৩ দিন পর। কারণ উদ্বোধনের পর বাইরে থেকে আসা বিশেষ টিম আমাদের কর্মীদের ২দিন হাতেকলমে একটি প্রশিক্ষণ কার্যক্রম চালাবেন। এরপরই আমরা আনুষ্ঠানিকভাবে কোভিড-১৯ এর পরীক্ষা শুরু করবো।

বিজ্ঞাপন

সিভিল সার্জন জানান, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দেয়া ৬৯ লাখ টাকা বরাদ্দেই সব কাজ শেষ করা গেছে। প্রাথমিকভাবে ল্যাবের নাম হবে ‘রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পিসিআর ল্যাব’।

পিসিআর ল্যাব রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর