দুই জেলায় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু
৪ আগস্ট ২০২০ ২১:৫২
ঢাকা: শেরপুর ও জয়পুরহাটে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে এই ঘটনাগুলো ঘটে। শেরপুরে স্কুল শিক্ষার্থীসহ দুইজন এবং জয়পুরহাটে একজন কৃষক বজ্রপাতে মারা গেছেন।
শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে শিমু পারভীন নামে তৃতীয় শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে বাড়ির উঠোনে খেলার সময় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ওই গ্রামের ওহাব আলীর মেয়ে এবং স্থানীয় ফরিদ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
শেরপুরে খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মুন্নাফ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মুন্নাফ ওই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) সারোয়ার হোসেন ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।
জয়পুরহাটে বজ্রপাতে সেকেন্দার আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ক্ষেতলাল উপজেলার পৌলুঞ্জ গ্রামের মাঠে কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত কৃষক সেকেন্দার আলী পৌলুঞ্জ গ্রামের উমির উদ্দিনের ছেলে। ক্ষেতলাল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন ।