Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাংনীতে পুকুর থেকে গরু ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার


৫ আগস্ট ২০২০ ১২:১২ | আপডেট: ৫ আগস্ট ২০২০ ১২:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুর: মেহেরপুর গাংনীর একটি পুকুর থেকে আমজাদ হোসেন (৫০) নামের এক গরু ব্যাবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কামারখালী গ্রামের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত আমজাদ হোসেন কামারখালী গ্রামের সামসুদ্দীনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ‘আমজাদ হোসেন মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বাড়ি থেকে বের হন। সারাদিন তার খোঁজ না পেয়ে পরিবারের লোকজন চিন্তিত ছিলেন। বুধবার সকালে বাড়ির কাছেই লুৎফর রহমানের পুকুরের পানিতে তার মৃতদেহ ভেসে ওঠে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মৃতদেহটি উদ্ধার করে। তবে বিষযটি নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান বলেন, ‘পানিতে ডুবে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে পরিবার থেকে তথ্য পেয়েছি। মৃতদেহ উদ্ধার ও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের চেষ্টা চলছে।’

উদ্ধার গরু ব্যবসায়ী গাংনী মৃতদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর