অভিজ্ঞতা-স্মৃতি-অনুভূতিতে শেখ কামাল চির-অম্লান: কাদের
৫ আগস্ট ২০২০ ১৩:২১
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঘন কালো মেঘ সূর্যকে ক্ষণিকের জন্য বাধাগ্রস্ত করলেও যেমন সূর্যোদয় রুখতে পারে না, ঠিক তেমনি সত্য তার নিজস্ব শক্তি নিয়েই সব বাধা ডিঙিয়ে উদ্ভাসিত হয় প্রকৃতির নিয়মে। তেমনি অভিজ্ঞতা-স্মৃতি-অনুভূতিতে শেখ কামাল চির-অম্লান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
বুধবার (৫ আগস্ট) সকালে শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমে আবাহনী ক্লাব ও পরে বনানী কবরস্থানে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি তার বাসভবন থেকে এক নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন।
শহীদ শেখ কামালের বহুমাত্রিক গুণাবলীর দিক তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘তার ক্ষুদ্র জীবনের প্রতিটি অধ্যায়ে ছিল বাঙালির অধিকার আদায়ের সংগ্রামের অভিজ্ঞতায় বৈশিষ্ট্যমণ্ডিত। তিনি বাঙালি জাতির দুঃখ-দুর্দশা নির্ভরতার প্রতীক বাঙালির অবিসংবাদিত নেতা ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের একজন সদস্য হিসেবে খুব কাছে থেকেই তা প্রত্যক্ষ করেন। শেখ কামাল বুঝতে পেরেছিলেন রাজনৈতিক অবস্থার পরিবর্তন চাইলে রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হয়। সেজন্য সংস্কৃতির রাজনীতির ওপর গুরুত্বারোপ করেছিলেন তিনি। ক্রীড়া ও সংস্কৃতিকে তিনি গ্রহণ করেছিলেন আত্মোপলব্ধির সোপান হিসেবে। সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক সাধনে ক্রীড়া সংস্কৃতির নিগূঢ় শক্তিতে বলীয়ান হতে পারলে সবকিছুই কল্যাণমুখী হবে। এবং এটা তার মধ্যে প্রবলভাবে জেগে উঠেছিল।‘
১৫ আগস্ট মানবতার শত্রু খুনি ঘাতকচক্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। ১৫ আগস্টের সেই কালো রাত্রিতে জাতির পিতার সঙ্গে ইতিহাসের নির্মমতম ও নিষ্ঠুরতম হত্যাযজ্ঞে শেখ কামাল শাহাদাত বরণ করেন। শেখ কামাল অফুরন্ত অনিঃশেষ প্রাণশক্তির অধিকারী ছিলেন। বিরামহীনভাবে ছুটে চলা এই উদ্দীপ্ত কর্মনিষ্ঠ প্রাণের স্পন্দনকে চিরতরে স্তব্ধ করে দেয় খুনি ঘাতকচক্র।
এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘১৫ আগস্ট খুনি ঘাতকচক্র শেখ কামালকে হত্যার মধ্য দিয়ে শুধুমাত্র প্রতিশ্রুতিশীল তারুণ্য বা যুবককে হত্যা করেনি, হত্যা করেছিল ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনাময় নেতৃত্বকে।’
ওবায়দুল কাদের বলেন, ‘সেদিন বিদেশের মাটিতে থাকার কারণে প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপরও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য অসংখ্যবার চেষ্টা করা হয়েছে। কিন্তু হতভাগ্য ও বঞ্চিত মানুষের অধিকার আদায় এবং আমাদের সামগ্রিক মুক্তির পথ প্রদর্শক হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশের মানুষের ভালোবাসায় বেঁচে আছেন। জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের মধ্যেই শেখ কামালের রাজনৈতিক প্রতিশ্রুতি বিভাসিত। আর পাশাপাশি আমাদের হৃদয় মন্দিরে শেখ কামালের প্রতিচ্ছবি চির জাগরুক।’
শেখ কামালের জন্মবার্ষিকীতে আওয়ামী লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে। এ কর্মসূচির অংশ হিসেব সকালে আবাহনী ক্লাব মাঠে শ্রদ্ধা নিবেদন এরপর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চির অম্লান শেখ কামাল