Monday 22 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলো দেশি ‘বড় লোকের বেটি’


৫ আগস্ট ২০২০ ১৩:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের প্রখ্যাত পল্লীগীতি শিল্পী রতন কাহার ১৯৭২ সালে ‘বড় লোকের বেটি’ গানটি লিখেছিলেন। ১৯৭৬ সালে অশোক রেকর্ড কোম্পানির উদ্যোগে স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে গানটি রেকর্ড হয়। রতন কাহারকে শ্রদ্ধা জানিয়ে নতুনভাবে গানটি করেছেন দেশের নামী সঙ্গীত পরিচালক জেকে মজলিশ।

গানটিতে কণ্ঠ দিয়েছেন জেকে মজলিশ ও বিন্দু কনা। ঈদ উপলক্ষে বিগ বাজেটের এই মিউজিক ভিডিওটি আরটিভি মিউজিক ও আরটিভি প্লাসে মুক্তি পেয়েছে। ভিডিও প্রকাশের পর থেকেই প্রশংসিত হচ্ছে গান ও ভিডিও।

যেখানে মডেল হিসেবে পারফর্ম করেছেন আঁখি আফরোজ ও আরেফিন জিলানী। ভিডিওতে উপস্থিত ছিলেন গানের দুই শিল্পী জেকে মজলিশ ও বিন্দু কনাও।

বিজ্ঞাপন

গানটির কোরিওগ্রাফি করেছেন আসাদ খান। পরিচালনায় ছিলেন উজ্জ্বল রহমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর