Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালে জয়ের কাছেই বামপন্থি জোট


১০ ডিসেম্বর ২০১৭ ১২:৫১

সারাবাংলা ডেস্ক

নেপালের বামপন্থি জোট সাধারণ নির্বাচনে জয়ের কাছাকাছি বলে ধারণা পাওয়া যাচ্ছে। সাবেক মাওবাদী বিদ্রোহী এবং কমিউনিস্ট দল এ জোট করে নির্বাচনে লড়ছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয, বৃহস্পতিবার দ্বিতীয় দফা ভোট গ্রহণের পর যে ৮০টি আসনের মধ্যে ৬৩টিতেই এগিয়ে বামপন্থিরা।

নেপালি দৈনিক নাগরিক-এর সম্পাদক গুনা রাজ লুইন্টেল বলেন, ‘বামপন্থিদের জয় প্রায় নিশ্চিত। এ পর্যন্ত যে তথ্য মিলেছে তাতে মনে হচ্ছে, তারা দুই-তৃতীয়াংশ আসন পেয়ে নিরঙ্কুশ জয় লাভ করবে।’

ভোটের ভিত্তিতে ১৬৫টি আসনের ফলাফল নির্ধারিত হবে। বাকি ১১০টি আসন নির্ধারিত হবে ভোটের আনুপাতিক হারে।

গত নয় বছরে নেপালে প্রধানমন্ত্রী পদে ১০ বার পরিবর্তন ঘটেছে। বিশৃঙ্খলার কারণে দেশটিতে দুর্নীতি বেড়েছে। ফলে অর্থনৈতিক অগ্রগতিও অনেকটা থেমে যায়। ২০১৫ সালে প্রণীত গণতান্ত্রিক সংবিধান অনুযায়ী হওয়া এ ভোটে প্রথমবারের মতো নেপালিরা তাদের দেশের সাতটি প্রদেশের প্রতিনিধিও নির্বাচিত করবেন।

সারাবাংলা/ এমএইচটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর