শেখ কামালের জন্মদিনে যুবলীগের শ্রদ্ধা, মিলাদ ও খাবার বিতরণ
৫ আগস্ট ২০২০ ১৮:৪৫
ঢাকা: শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী পালন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
দিনটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) শেখ কামালের প্রতিকৃতি ও কবরে শ্রদ্ধা, কোরআন খতম, মিলাদ দোয়া, পথশিশু ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করে সংগঠনটি।
দিনের শুরুতে ধানমন্ডি আবাহনী মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। পরে সিনিয়র নেতাদের নিয়ে বনানী কবর স্থানে শ্রদ্ধা জানান এ শীর্ষ দুই নেতা।
শ্রদ্ধা নিবেদন শেষে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, “বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামাল যুবসমাজের আইডল। তিনি আজীবন এ দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। তার দেখানো পথে যুবলীগের নেতাকর্মীরা মানবতার সেবায় সব সময় মাঠে থাকবে, আজকের দিনে এটাই আমাদের প্রত্যাশা”।
পরে রাজধানীর গুলিস্তান কেন্দ্রীয় কার্যালয়ে কোরআন খতম, মিলাদ দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করে যুবলীগ। এতে অংশ নেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এছাড়া যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, ফজলুল হক আতিক, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
এসময় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, “আগস্ট মাস আমাদের জন্য অত্যন্ত বেদনার। আগস্ট জুড়ে যুবলীগ কর্মসূচি গ্রহণ করেছে। শেখ কামালের ত্যাগের আদর্শ ধারণ করে যুবলীগের প্রতিটি ইউনিট তার সাধ্যমত এসব কর্মসূচি পালন করবে। আগস্টের কর্মসূচির নামে যুবলীগের কেউ কারো কাছ থেকে অর্থ আদায় করবে না। কোথাও এমন ঘটনা ঘটলে কারো যুবলীগের ঠাঁই হবে না”।
এরপর আছরের নামাজের পর “কারওয়ান বাজার পান্থকুঞ্জ পার্ক মাঠ ও কেন্দ্রীয় শহীদ মিনার” এ পঞ্চম দিনের মত “পথশিশু ও ভবঘুরে” মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক মো. শামছুল আলম অনিক; যুবলীগের এস এম জাবেদ হোসেন লাভলু; সফিউল আলম প্রধান কমল; শেখ সালেহ উদ্দিন ড্যানিয়েল; শাকিল আহাম্মেদ তানভীর