Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের গুলিতে একজনের মৃত্যু, আহত ১০


৫ আগস্ট ২০২০ ১৯:৪১ | আপডেট: ৫ আগস্ট ২০২০ ১৯:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার দেওয়াডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের গুলিতে মাসুদ রানা নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামের কাজল গ্রুপ ও আমিনুর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দেওয়াডাঙ্গা স্কুল মাঠে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রতিপক্ষের গুলিতে আমিনুর গ্রুপের মাসুদ রানাসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত মাসুদসহ চারজনকে নড়াইল সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কালিয়া থানার ওসি (তদন্ত) হরিদাস রায় জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

গুলিবিদ্ধ হয়ে নিহত নড়াইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর