৭১তম জন্মবার্ষিকীতে বিদেশে শেখ কামালকে স্মরণ
৫ আগস্ট ২০২০ ২৩:৪০
ঢাকা: দেশের বাইরে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সুইডেনের স্টকহোম, অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও নেদারল্যান্ডসের দ্য হেগসহ বিদেশে অবস্থিত একাধিক বাংলাদেশ মিশনে শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী পালন করার তথ্য জানা গেছে।
স্টকহোম মিশনের প্রথম সচিব সায়মা রাজ্জাকী জানান, ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে দূতাবাসের কর্মকর্তারা ও উপস্থিত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা শেখ কামালের জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন।
রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সব শহিদ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রদূত বলেন, ‘উত্তরাধিকার সূত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানবিক ও নেতৃত্বসুলভ সব গুণ র্অজন করেন শেখ কামাল। তার লক্ষ্য ছিল শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতিতে আধুনিকতর এক বাংলাদেশ গড়ার। মাত্র ২৬ বছরের সংক্ষিপ্ত জীবনে শেখ কামাল ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতিসহ সব ক্ষেত্রে যেসব অসামান্য অবদান রেখেছেন, তা তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয়।’
ক্যানবেরা হাইকমিশন থেকে এক বার্তায় জানান হয়, অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. সুফিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা শেখ কামালের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শেখ কামালের দুরদর্শিতা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে অতুলনীয় অবদান, সাংগঠনিক নেত্বত্ব এবং তার রাজনৈতিক পরিচয়কে পেছনে ফেলে স্বমহিমায় উদ্ভাসিত হওয়ার নানা বিষয় আলোচকরা তাদের বক্তব্যে তুলে ধরেন।
আলোচকরা বলেন, শেখ কামাল ছিলেন যুব সমাজের জন্য আর্দশ। তার চিন্তা ও মননে ছিল বাংলাদেশের যুব সমাজকে মুক্তমনের করে গড়ে তোলা, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া।