Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম সারির অনলাইন পোর্টালগুলোর অনুমোদন দ্বিতীয় ধাপে


৬ আগস্ট ২০২০ ০০:৫৯

ঢাকা: দেশের প্রথম সারির অনলাইন পোর্টালগুলো দ্বিতীয় ধাপে অনুমোদন পাবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে তা দেওয়া হবে তদন্ত সাপেক্ষে। বুধবার (৫ আগস্ট) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয় তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যাদের বিষয়ে তদন্ত সংস্থা পজিটিভ রিপোর্ট দেবে, তারা নিবন্ধনের সুযোগ পাবে। এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।’

মন্ত্রী বলেন, ‘এটি চলমান প্রক্রিয়া। আমরা ঈদের আগে অনলাইন পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেবো বলেছিলাম, তাই কিছু তালিকা প্রকাশ করা হয়েছে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘অনলাইন পোর্টালের নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। কয়েকটি তদন্ত সংস্থার ভিত্তিতে ৪৪টি অনলাইন পোর্টালের বিষয়ে অনাপত্তি পাওয়া গেছে। তারমধ্যে ১০ টি পত্রিকার অনলাইন সংস্করণ ছিল।’

তিনি বলেন, ‘যেহেতু দৈনিক পত্রিকার অনেকগুলোর নাম আসেনি তাই আমরা ঠিক করেছি দৈনিক পত্রিকার অনলাইনগুলোর নাম আমরা পরে প্রকাশ করব।’

প্রকাশিত তালিকায় দেশের প্রতিষ্ঠিত অনেক পত্রিকার নাম আসেনি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা তদন্ত সংস্থাকে তাগিদ দিয়েছি দ্বিতীয় ধাপে চেষ্টা করব দেশের মান সম্পন্ন অনলাইনগুলোকে যেন অনুমোদন দেওয়া যায়। যেন কেউ উদ্বিগ্ন না হন। সে জন্য ৩৪টির তালিকা প্রকাশের পাশাপাশি আমরা একটি বিজ্ঞপ্তিও দিয়েছিলাম, যে এটি একটি চলমান প্রক্রিয়া। এতে হতাশ হওয়ার কারণ নেই। কোনো অনলাইনের বিরুদ্ধে নেগেটিভ প্রতিবেদন এলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

যেসব অনলাইনের অনুমোদন দেওয়া হয়েছে তার অধিকাংশ নামসর্বস্ব সে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী তা স্বীকার করে বলেন, ‘আমরা তো তদন্ত করিনি। তদন্ত সংস্থা তদন্ত করেছে।’ এ সংক্রান্ত প্রশ্ন ওইসব সংস্থাকে করতে সাংবাদিকদের পরামর্শ দেন তিনি।

অনলাইন পোর্টাল গণমাধ্যম তথ্য মন্ত্রণালয় তথ্যমন্ত্রী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর