Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাড়া বাড়ির শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বাতিল হবে


৬ আগস্ট ২০২০ ০৩:২৩

ঢাকা: আগামী পাঁচ বছরের মধ্যে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিজ ভবনে স্থানান্তর না করা হলে এমপিও বাতিল করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নতুন এমপিও হওয়া ২ হাজার ৭৩০ প্রতিষ্ঠানের মধ্যে যেগুলো ভাড়া বাড়িতে রয়েছে তাদের নিজস্ব জায়গায় যাওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত বছরের অক্টোবরে যেসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব জায়গার বিষয়টি শর্ত দেওয়া ছিল না। তবে নতুন করে এ শর্তারোপ করায় এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই প্রক্রিয়া অবলম্বন নাও করা হতে পারে। যদিও পাঁচ বছরের মধ্যে এসব প্রতিষ্ঠান নতুন ভবনে স্থানান্তরিত না হলে তাদের এমপিওভুক্ত বাতিল করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজের প্রতিষ্ঠানে যেতে হবে। এক্ষেত্রে তাদের পাঁচ বছর সময় দেওয়া হবে। এই নিয়ম মানা না হলে এমপিও বাতিল হবে।

তিনি বলেন, স্কুল-কলেজের জন্য নিজস্ব জায়গায় যাওয়ার বিষয়টি এমপিও নীতিমালায় নতুন করে যুক্ত করা হয়েছে। এই শর্ত পূরণ না করা হলে নতুন করে আর এমপিও দেওয়া হবে।

এর আগে মঙ্গলবার এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও এই কথা বলেন। তিনি বলেন, এমপিভুক্ত হওয়া ভাড়া বাড়িতে থাকা শিক্ষাপ্রতিষ্ঠান পাঁচ বছরের মধ্যে নিজস্ব জায়গায় স্থানান্তর করতে হবে।

এমপিও বাড়ি ভাড়া বাতিল শিক্ষা মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর