Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আড়াই হাজারে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ১ জনকে পিটিয়ে হত্যা


৬ আগস্ট ২০২০ ১৩:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নারায়ণগঞ্জের আড়াই হাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আনোয়ার হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার কাদিরদিয়া পূর্বপাড়া এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আনোয়ার ওই এলাকার আবেদ আলীর ছেলে। তার বড় ভাই আলী হোসেন জানান, ৫ নম্বর ওয়ার্ডের কমিশনার হানিফের সঙ্গে তার ভাই ওয়ার্ড যুবলীগের সভাপতি জাফরের সঙ্গে রাজনৈতিক বিরোধ রয়েছে। এরই জের ধরে গতকাল রাতে হানিফ তার লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। পরে দ্বিতীয় দফায় ফের সকালে হামলা চালায়। এ সময় বাড়ির লোকজন বাইরে ছিল। তবে বাড়ির ভেতরে থাকা কয়েকজনকে মারধর করে এবং তার ভাই আনোয়ারকে পিটিয়ে আহত করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

ওসি নজরুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্রই দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজনকে পিটিয়ে আহত করলে পরে সে হাসপাতালে মারা যায়। ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

আড়াই হাজার নারায়ণগঞ্জ পিটিয়ে হত্যা সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর