নাখালপাড়ায় নারীর লাশ উদ্ধার
৮ মার্চ ২০১৮ ১৯:০৪ | আপডেট: ৮ মার্চ ২০১৮ ১৯:১১
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর পশ্চিম নাখালপাড়ার একটি বাসা থেকে আমেনা বেগম (৬৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম সারাবাংলাকে জানান, স্থানীয়দের খবরে পশ্চিম নাখালপাড়ার ২৮৮ নম্বর বাড়ি রসূল ভিলা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নারীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসআর/ এমএইচ