Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক ইমরানের ওপর হামলার প্রতিবাদ ঢাবি শিক্ষার্থীদের


৬ আগস্ট ২০২০ ২২:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাধারণ সম্পাদক এইচ এম ইমরান হোসেন ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে করোনাকালে দেশের বিভিন্ন স্থানে ঢাবি শিক্ষার্থীদের ওপর হওয়া হামলার উপযুক্ত বিচারের দাবি জানানো হয়। মানববন্ধনে সংহতি জানিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ঈদুল-আজহার দিন নিজ এলাকা ঝিনাইদহের মহেশপুরে মাংস বণ্টনে অনিয়মের প্রতিবাদ করায় স্থানীয় ইউপি সদস্যের হাতে হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাধারণ সম্পাদক এইচএম ইমরান হোসেন। হামলায় ইমরানের বাবা ও ছোটো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আকরাম হোসেনও আহত হন। এছাড়া করোনা পরিস্থিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ২৪ জন শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন বলে গণমাধ্যম জানিয়েছে।

এসব হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ডাকসু’র সাবেক সদস্য ও ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত। পাশাপাশি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন সৈকত।

তিনি বলেন, ‘দেশের এই করোনা পরিস্থিতিতে সারাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যার যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়িয়েছে, বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেছে। কিন্তু এটা দুঃখজনক যে, এই প্যানডেমিকে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তারা বিভিন্নভাবে হামলা মামলার শিকার হয়েছেন।’ এইসব ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করার আহ্বান জানাচ্ছি।

মানববন্ধনে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক রাগীব নাঈম বলেন, ‘এই রাজু ভাস্কর্য থেকে ইমরানসহ বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী হামলার শিকার হয়েছে, তাদের ওপর হামলার দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।’

এদিকে হামলার ঘটনায় গত রোববার (২ আগস্ট) দুপুরে ঝিনাইদহের মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক ইমরান হোসেন। তবে মামলা দায়ের করার পর চারদিন পেরিয়ে গেলেও এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মানবন্ধনে শিক্ষার্থীদের নিরাপত্তায় একটি ‘হেল্পলাইন’ বা ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানায় বক্তারা।

মানববন্ধনে সংহতি জানিয়ে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সভাপতি রাহাদ হোসেন, ইশা ছাত্র আন্দোলন ঢাবি শাখার সভাপতি মাহমুদুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ফেরদৌস খান নির্ঝর, ডাকসু নির্বাচনে স্বতন্ত্র জোট নেতা তাওহীদ তানজীম ও ডুজার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাকিম আবিরসহ অন্যরা।

ডুজা ঢাকা বিশ্ববিদ্যালয় মানববন্ধন সাধারণ শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর