Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ নাইজেরিয়ানসহ ৫ জনের রিমান্ড মঞ্জুর


৭ আগস্ট ২০২০ ১৯:২১

ঢাকা: দামি উপহার পাঠানোর লোভ দেখিয়ে ফেসবুকের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের মামলায় সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের মধ্যে একজন বাংলাদেশি ও চার জন নাইজেরিয়ার নাগরিক।

শুক্রবার (৭ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এ রিমান্ডের আদেশ দেন।

পাঁচ আসামিকে আদালতে হাজির করে কাফরুল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- অনুরাহ নামদি ফ্রাংক, উদেজ ওবিনা রুবেন, ম্যাকদুহু কেভিন, ফ্রাংক জ্যাকব এবং টুম্পা আক্তার।

এর আগে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর কাফরুল ও পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে দুটি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, ব্যাংকে অর্থ জমার বই, চেকবই, ১২টি মোবাইল, একটি প্রাইভেট জিপ, নগদ ৩ লাখের বেশি টাকাসহ হোয়াটসঅ্যাপ-ইমো-ফেসবুকে কথোপকথনের স্ক্রিনশটের কপি জব্দ করা হয়।

৪ নাইজেরিয়ান রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর