Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো দেশের বাজারে বিএমডাব্লিউ’র গ্রান কুপ টু সিরিজ


৭ আগস্ট ২০২০ ২২:০২

ঢাকা: বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো গ্রান কুপ টু সিরিজের গাড়ি নিয়ে এলো জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডাব্লিউ। বাংলাদেশে বিএমডাব্লিউ’র স্বীকৃত পরিবেশক এক্সিকিউটিভ মটরস শুক্রবার (৭ আগস্ট) এক জমকালো ভার্চুয়াল আয়োজনের মধ্যদিয়ে গ্রান কুপ টু সিরিজ মডেলের গাড়িটির মোড়ক উন্মোচন করেন।

ডিজিটাল প্ল্যাটফর্মে পণ্য পরিচয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন বিএমডাব্লিউ গ্রুপের এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টোফার ওয়েনার। অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন এক্সিকিউটিভ মটরসের পরিচালন বিভাগের পরিচালক এম শামসুল আরেফিন।

স্পোর্টই লুকের সাথে বিএমডাব্লিউ ‘গ্রান কুপ টু’ সিরিজের গাড়িটি ব্যবহারকারীদের ড্রাইভিংয়ে নতুন অভিজ্ঞতা দেবে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়। বিএমডাব্লিউ ২১৮আই গ্রান কুপ ২টু সিরিজ মডেলের দাম ৬৮ লাখ টাকা থেকে শুরু, যার সাথে গ্রাহক পাঁচ বছরে অথবা ৬০ হাজার কিলোমিটার ব্যবহার পর্যন্ত স্পেয়ার পার্স এবং বিনা মাসুলে সেবা পাবেন।

এক্সিকিউটিভ মটরস গ্রান কুপ টু বিএমডাব্লিউ স্বীকৃত পরিবেশক


বিজ্ঞাপন
সর্বশেষ

গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই
১১ সেপ্টেম্বর ২০২৪ ২১:০০

সম্পর্কিত খবর