Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে যাত্রীবাহী বিমান ভেঙে দুই টুকরো


৭ আগস্ট ২০২০ ২২:৪২

ভারতের কেরেলায় অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি বিমান ভেঙে দুই টুকরো হয়ে গেছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটিতে ১৯১ জন আরোহী ছিল। ইতিমধ্যে এক পাইলটের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

দুবাই ফেরত বিমানটি শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭:৪০ নাগাদ কোঝিকোড়ে অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে ছিটকে যায়। এ সময় ওই অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছিলো। ভারতের স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায় বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি ভেঙে দুই টুকরো হয়ে গেছে। রানওয়ে থেকে ছিটকে বিমানটি ভেঙে গেলেও এতে আগুন লাগেনি। ইতিমধ্যে বিমান থেকে আরোহীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

ভারতের এ সংস্থার বিমানটি করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কাজে নিযুক্ত ছিল। ভারতের বেসামরিক বিমান মন্ত্রণালয় জানিয়েছে, ওই বিমানটিতে ১৭৪ জন যাত্রী, ১০ শিশু, ২ জন বিমানচালক এবং ৫ জন বিমানকর্মী ছিলেন।

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

নড়াইলে মাশরাফিসহ ৯০ জনের নামে মামলা
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪০

সরকারের প্রথম একনেক ১৮ সেপ্টেম্বর
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৩

সম্পর্কিত খবর