Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সজিব বিল্ডার্সের মালিক হত্যায় ভাটারা থানায় মামলা


৮ আগস্ট ২০২০ ১৬:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় কনস্ট্রাকশন কোম্পানি সজিব বিল্ডার্সের মালিক আবুল খায়েরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান।

তিনি জানান, রাতে নিহতের মেয়ে খাদিজা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বাসা থেকে ডেকে নিয়ে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় কনস্ট্রাকশন কোম্পানি সজিব বিল্ডার্সের মালিক আবুল খায়েরকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ফোনে কেউ একজন বাসা থেকে ডেকে নেওয়ার পর রাতে তিনি আর ফেরেননি। উদ্বিগ্ন পরিবার বিভিন্ন জায়গায় সন্ধান করেও তার খবর পায়নি। পরে রাতে ভাটারা থানাকে বিষয়টি অবহিত করা হয়।

৭ আগস্ট সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। আবুল খায়ের বসুন্ধরা আবাসিক এলাকায় এফ ব্লকের ২১ নম্বর সড়কের ৬৯২ নম্বর জালাল গার্ডেনের বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

ভাটারা মামলা সজিব বিল্ডার্স