মানিকগঞ্জের সিংগাইরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
৮ আগস্ট ২০২০ ১৬:৫৫
মানিকগঞ্জ: জেলার সিংগাইরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে সিংগাইর মানিকগঞ্জ সড়কের বাস্তা এলাকায় লেগুনার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মানিকগঞ্জ সদর উপজেলা আইরমারা গ্রামের আসালত খানের ছেলে আশরাফ খান ও লেগুনা যাত্রী মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বরতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল্লাহ মারা যান।
সিংগাইর থানা পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে মানিকগঞ্জ-হেমায়েতপুর সড়কের সিংগাইর বাস্তা বাস্ট্যান্ড এলাকায় হেমায়েতপুরগামী যাত্রীবাহী লেগুনার সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রী নিয়ে লেগুনা ও মোটরসাইকেল সড়কের পাশের খাদের পানিতে ডুবে যায়।
দুর্ঘটনায় লেগুনার ভেতরে থাকা ৮ বছরের শিশু আব্দুল্লাহ পানিতে তলিয়ে যায়। তাকে দু‘ঘণ্টা পর মৃত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা পানি নিচ থেকে উদ্ধার করে। অপরদিকে গুরুতর আহত অবস্থায় আশরাফ খানকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।