বঙ্গবন্ধুর খুনিদের খুঁজে পেতে প্রবাসীদের সহায়তা চান ড. মোমেন
৮ আগস্ট ২০২০ ২০:৩৩
ঢাকা: বঙ্গবন্ধুর খুনিরদের মধ্যে পলাতক তিনজনের অনুসন্ধানে সহায়তা চেয়ে প্রবাসীসহ সকল বাংলাদেশির প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
শনিবার (৮ আগস্ট) মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে পররাষ্ট্রমন্ত্রী এ আহবান জানান। এদিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
ড. মোমেন বলেন, ‘বঙ্গবন্ধুর পাঁচজন পলাতক খুনির মধ্যে দুজনের অবস্থান আমরা জানি। একজন যুক্তরাষ্ট্রে এবং আরেকজন কানাডায় অবস্থান করছে। তাদের ফেরত আনার জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অবশিষ্ট তিনজন খুনির অবস্থান আমরা এখনও জানি না। তাদের অনুসন্ধানে ইতোমধ্যে বাংলাদেশের সব বিদেশি মিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। খুনিদের বিষয়ে তথ্য দিয়ে সরকারকে সহায়তার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করছি।’
এদিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিনী সেলিনা মোমেন, মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী।