Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশ ও জাতির জন্য বঙ্গবন্ধুকে সর্বদাই প্রস্তুত রাখতেন বঙ্গমাতা’


৮ আগস্ট ২০২০ ২০:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুর: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বঙ্গমাতা ফজিলাতুন নেছা দেশ ও বাঙ্গালি জাতির জন্য সর্বদাই বঙ্গবন্ধুকে প্রস্তুত রাখতেন। শনিবার (৮ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুরে মহিলা বিষয়ক অধিদফতরের সহাযোগিতায় এই আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য।

বিজ্ঞাপন

এসময় মহিলা বিষয়ক অধিদফতরের সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বঙ্গমাতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর