Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য অধিদফতরের আরেক পরিচালককে বদলি


৯ আগস্ট ২০২০ ১৮:৫৬ | আপডেট: ৯ আগস্ট ২০২০ ১৯:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেনকে বদলি করে ঢাকা বিভাগের পরিচালক (স্বাস্থ্য) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। আর তার জায়গায় পদায়ন করা হয়েছে ঢাকা বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমামকে।

রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (পার-২) শারমিন আক্তার জাহানের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এর আগে ২৩ জুলাই স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. আমিনুল হাসানকে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। আর তার জায়গায় পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক (এমবিডিসি) ও প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. ফরিদ হোসেন মিঞাকে।

বিজ্ঞাপন

বদলি স্বাস্থ্য অধিদফতরের পরিচালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর