Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরালায় ভূমিধস, ৪৩ জনের মৃত্যু


৯ আগস্ট ২০২০ ২৩:২৮

ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কেরালা রাজ্যের ইদুক্কি জেলায় অবিরাম মৌসুমী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। খবর এএফপি।

ইদুক্কি জেলা পুলিশের পক্ষ থেকে বার্তাসংস্থা এএফপিকে জানানো হয়েছে, মৃতদের মধ্যে অধিকাংশই চা বাগানের শ্রমিক।

এদিকে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই অঞ্চলে অন্তত ৭৮ জন বসবাস করতেন, তাদের মধ্যে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

অপরদিকে, কেরালায় প্রচণ্ড ঝড়ের মধ্যে রানওয়েতে অবতরণের সময় শুক্রবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান দুর্ঘটনার মুখে পতিত হয়ে অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে বলে স্থানীয় সুত্রগুলো জানিয়েছে।

প্রসঙ্গত, মৌসুমী বৃষ্টির কারণে দক্ষিণ এশিয়া জুড়েই বন্যা, নিমাঞ্চলে প্লাবন ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বাংলাদেশ-ভারত-নেপালে বন্যার কারণে উদ্ভূত পরিস্থিতিতে অন্তত ৩০০ জনের মৃত্যু হয়েছে।

কেরালা ভারত ভূমিধস মৌসুমি বৃষ্টি