Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্য আগস্টে অতিবৃষ্টির আভাস


১০ আগস্ট ২০২০ ১০:০৭

ঢাকা: মৌসুমী বায়ুর প্রভাবে আগস্ট মাসের মাঝামাঝি থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (১০ আগস্ট) আবহাওয়াবিদ আফতাব উদ্দিন সারাবাংলাকে জানিয়েছেন, আগামী ১৪ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত সময়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, এখন কিছু দিনের জন্য বৃষ্টির পরিমাণ কমে গেছে। তবে, আগস্টের মাঝামাঝি সময়ে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে।

এছাড়াও আজ রংপুর, সিলেট, চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি ঢাকা, খুলনা, রাজশাহীসহ দেশের দেশের প্রায় সব বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ হালকা থেকে মাঝারি ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ।

আবহাওয়া অধিদফতর জানায়, দিনের প্রথমভাগ অনেকটাই মেঘমুক্ত দেখা গেলেও বেলার বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়তে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।

আবহাওয়ার সর্বশেষ বার্তায় বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

সর্তকবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ, দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে সমুদ্রবন্দর সমূহের জন্য কোন সতর্ক বার্তা নেই।

বিজ্ঞাপন

অন্যদিকে, সর্বশেষ ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের সব জায়গাই বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ৪৬ মিলিমিটার।

আবহাওয়া অধিদফতর বৃষ্টিপাত মধ্য আগস্ট

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর