Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বড় চ্যালেঞ্জ ডেঙ্গু ও করোনা মোকাবিলা করা’


৯ আগস্ট ২০২০ ২৩:২৫

ঢাকা: এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডেঙ্গু ও করোনা মোকাবিলা করা বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। রোববার (৯ আগস্ট) রাতে রোটারি ক্লাব অব ঢাকা মেভারিক্স আয়োজিত ডেঙ্গু মোকাবিলা বিষয়ক অনলাইন সভায় তিনি একথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমি নিজেও লিও ক্লাব করেছি। ১৯৭৮ সালে কক্সবাজারে গিয়ে বেস্ট লিও পুরস্কার পেয়েছি। এসব কাজে আলাদা মজা আছে। সমাজের সেবা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের একটি বড় চ্যালেঞ্জ ডেঙ্গু ও করোনা মোকাবেলা করা। আমাদের চ্যালেঞ্জ সামনে আবার কি আসবে বলতে পারি না। সুতরাং আমি অনুরোধ করব আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা যদি দেশটাকে ভালবাসি তাহলে কোনো সমস্যা হবে না।’

বিজ্ঞাপন

কালশি খাল পরিস্কার করার উদাহরণ টেনে মেয়র বলেন, ‘আমরা যখন পরিস্কার করতে গেলাম তখন কালশি খাল থেকে ৮০টি ট্রাক ময়লা তোলা হয়। ৩৩টি জামিম, টেলিভিশন এবং ফ্রিজ ছিলো। আর জনগণ বলছে মেয়র কিছু করে না। কালশি খাল সুন্দরভাবে পরিষ্কার করা হয়। কিন্তু আমি সেদিন গিয়েছিলাম আবারও কিন্ত কালশি খাল ভরতে শুরু করেছে। তাই আমরা যারা নাগরিক আছি আমি একটি ক্যাম্পেইনের জন্য অনুরোধ করব, আসুন আমরা সুনাগরিক হই। সুনাগরিক যদি হতে পারি তাহলে এশহরটা অনেক অনেক সুন্দর হয়ে যায়।’

আতিকুল ইসলাম আরও বলেন, ‘বারিধারার একটি বাড়িতে গিয়ে দেখি কোটি কোটি এডিস মশার জন্ম। কারণ ছাদে পানি ছিলো আর সেই পানি থেকেই কোটি কোটি মশার জন্ম। এই হলো আমাদের অভিজাত এলাকার একটি বাড়ির দৃশ্য। তাই আমাদের পরিবর্তন আমাদেরকেই আনতে হবে।’

মেয়র আরও বলেন, ‘আমাদের সুনাগরিক হতে হবে। এটি অত্যন্ত ভাল একটি ক্যাম্পেইন বলে আমি মনে করি। সুনাগরিক ক্যাম্পেইনের সাথে সাথে আসুন এই শহরটা নিজেরা পরিস্কার করি। আমি শুধু বলব, এই শহরটি আমাদের এই দেশটি আমার এই কথা চিন্তা করে দেশের জন্য কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

ডেঙ্গু ও করোনা মোকাবিলা ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র মো. আতিকুল ইসলাম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর