Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, অবরোধ


১১ আগস্ট ২০২০ ১৬:৩১

গাজীপুর: শ্রমিকদের আগে থেকে না জানিয়ে হঠাৎ করে পোশাক কারখানা স্থানান্তরের প্রতিবাদে গাজীপুরের বোর্ড বাজারের সাইনবোর্ড এলাকার বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন ব্যান্ডো ফাশন লিমিটেডের শ্রমিকরা।

মঙ্গলবার (১১ আগস্ট) প্রায় পৌঁনে দুই ঘণ্টার চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, হঠাৎ করে ব্যান্ডো ফাশন লিমিটেডের কারখানাটি অন্যত্র সরিয়ে নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল ৮টা থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে এবং পাশের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ জানান, কারখানাটি ঈদের ছুটির পর ১২ আগস্ট খোলার কথা ছিল। খোলার আগেই শ্রমিকদের পাওনাদি পরিশোধ না করে হঠাৎ করে কর্তৃপক্ষ ১০ আগস্ট কারখানায় ফটকে গাজীপুরের শ্রীপুর উপজেলায় কারখানা স্থানান্তর করার নোটিশ দেয়। এ খবর পেয়ে মঙ্গলবার কারখানার শ্রমিকরা সকাল ৮টার দিকে গিয়ে কারখানা ফটকে বিক্ষোভ শুরু করে এবং পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে রাখে। এতে ওই মহাসড়কে যানবাহন চালাচল বিঘ্নিত হয়। এসময় কারখানা কতৃপক্ষের কোনো কর্মকর্তারা উপস্থিত ছিলেন না। পরে শ্রমিকদের দাবি নয়ে কলকারখানা কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি এবং শিল্পপুলিশের কর্মকর্তারা আলোচনার আশ্বাস দিলে শ্রমিকরা আান্দোলন ত্যাগ করেন।

এ ব্যাপারে ওই কারখানার শ্রমিকদের ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল জানান, তাদের দাবি জানিয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এসপি, বিজিএমইএ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদফতর, গাছা থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আবেদনে বলা হয়েছে, ৩০ জুলাই ঈদের ছুটি দেয়। ১২ আগস্ট কারাখানা খোলার কথা কিন্তু কারখানা কর্তৃপক্ষ ১০ আগস্ট রাত ৯টার দিকে কারখানা স্থানান্তরের নোটিশ দেয়। যেখানে কারখানা স্থানান্তর করা হচ্ছে সেখানে অনেকেই যেতে বাধ্য নয়। এমতাবস্থায় যারা ওই কারখানায় যেতে রাজি হবে না তাদের শ্রম আইনের ২০ ধারা অনুযায়ী যাবতীয় পাওনাসহ ৫ দফা দাবি পরিশোধের কথা উল্লেখ করা হয়েছে।

গাজীপুর বিক্ষোভ শ্রমিক

বিজ্ঞাপন

ইত্যাদি এবার মোংলায়
২৪ নভেম্বর ২০২৪ ১৯:৩৪

বরবাদের আইটেম গানে নুসরাত
২৪ নভেম্বর ২০২৪ ১৯:২৬

আরো

সম্পর্কিত খবর