মুখপোড়া হনুমান লোকালয়ে, উদ্ধার করে ছাড়া হলো লাউয়াছড়ায়
১১ আগস্ট ২০২০ ২৩:০৪
মৌলভীবাজার: মৌলভীবাজারের মোকামবাজারে এলাকায় একটি মুখপোড়া হনুমান লোকালয়ে চলে আসলে এলাকাবাসী তাকে আটক করে। পরে মঙ্গলবার (১১ আগস্ট) হনুমানটিকে উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন সারাবাংলাকে জানান, আজ সকালে মোকামবাজারে একটি মুখপোড়া হনুমান লোকালয়ে চলে আসলে স্থানীয় এলাকাবাসীর হাতে আটক হয়। পরে রব নেওয়াজ নামে স্থানীয় এক ব্যাবসায়ী এলাকাবাসীর কাছ থেকে হনুমানটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী কার্যালয়ে রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
পরে দুপুর ২টার দিকে হনুমানটিকে লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হয় বলে জানান রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, রেঞ্জকর্মকর্তা মোনায়েম হোসেন, উদ্ধারকারী ব্যাবসায়ী রব নেওয়াজ, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণে প্রধানমন্ত্রীর জাতীয় পদক বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড প্রাপ্ত সাংবাদিক আতাউর রহমান কাজল, জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন সভাপতি সাংবাদিক হৃদয় দেবনাথ, সোহেল শ্যাম, ফরেস্ট গার্ড সুব্রত সরকারসহ অনেকে।