Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসচিবকে আঁকড়ে ধরেও রক্ষা মেলেনি, ব্যথিত ফখরুলও!


৯ মার্চ ২০১৮ ১১:৫৮

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গ্রেফতার এড়াতে বিএনপির মহাসচিবকে আঁকড়ে ধরেও পুলিশের হাত থেকে বৃহস্পতিবার (০৯ মার্চ) রক্ষা পাননি জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম মিজানুর রহমান রাজ। শেষমেষ পুলিশ তাকে নিয়ে যায়।

দলীয় কর্মসূচি চলাকালে পুলিশের ‘এমন আচরণে’ ব্যথিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘটনার ২৪ ঘণ্টা পর শুক্রবার (০৯ মার্চ ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল বলেন, ‘নিজেকে রক্ষা করার জন্য রাজ আমাকে জড়িয়ে ধরেছিল। আমার ব্যথাটা এইখানে যে,  আমি তাকে রক্ষা করতে পারিনি।’

খালেদা জিয়ার মুক্তি ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জাতীয় পার্টি (কাজী জাফর অংশ ) এ আলোচনা সভা আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকের সভার শুরুতেই আমি ক্ষোভ জানাতে চাই। গতকাল দেশনেত্রীর মুক্তির দাবিতে যে অবস্থান কর্মসূচি ছিল, সেই অবস্থান কর্মসূচিতে সরকারের পেটোয়া বাহিনী সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে তারা একটা চলমান কর্মসূচির মধ্যে অতর্কিত প্রবেশ করে আমাদের এক ছাত্র নেতাকে বিবস্ত্র করে গ্রেফতার করে নিয়ে গেছে। যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা। এবং একটা ঘৃণিত-ধিকৃত ঘটনা।’

‘সে পেটোয়া বাহিনীর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য আমাকে এসে জড়িয়ে ধরেছিল। আমার ব্যথাটা এইখানে যে আমি তাকে রক্ষা করতে পারিনি’- বলেন ফখরুল।

তিনি বলেন, ‘এই ভয়াবহ ‘দানব’ দানব, যারা আজ সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, সমস্ত গণতান্ত্রিক রীতিনীতিকে বিসর্জন দিয়েছে এবং শুধু মাত্র ক্ষমতায় টিকে থাকবার জন্য তাদের ভয়াবহ দু:শাসন চালু রেখেছে। এই সমস্যা শুধু বিএনপির নয়, শুধু ২০ দলের নয়। এই সংকট সমগ্র জাতির, এই সংকট বাংলাদেশের অস্তিত্বের সংকট। আমরা ভয়বহ দু:শাসনের কবলে পড়েছি। যে দু:শাসনের কারণে এখানে গণ মানুষের কোনো অধিকার নেই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ কীভাবে গোটা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তার নজির আপনারা প্রতিদিন দেখছেন। এই প্রেস ক্লাব থেকে শফিউল বারী বাবুকে কীভাবে গ্রেফতার করা হয়েছে বন্দুকের মুখে— সেটাও আপনারা দেখেছেন। কোথায় গণতন্ত্র? আমরা গণতন্ত্রের কথা বলছি, সে গণতন্ত্র কোথায়?’

খালেদা জিয়াকে ন্যুনতম আইনি অধিকার দেওয়া হচ্ছে না অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘এই ধরনের মামলায় সাজা হওয়ার পরই জামিনে মুক্তি পাওয়ার কথা— এটা তার আইনি অধিকার। সেখানেও তারা হস্তক্ষেপ করেছে। এবং আজকে সেই অধিকার থেকে তিনি বঞ্চিত হয়েছে।’

আওয়ামী লীগের মনমতো নির্বাচন করাতে নির্বাচন কমিশনকে বসানো হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘‘সরকার যা চাইছে, সেই কথাটা গতকাল নির্বাচন কমিশন বলে দিয়েছে যে, ‘আমরা অন্যন্যা দলগুলোকে নির্বাচনে আনার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করব না’— করবেন না আমরা জানি তো। আপনাকে ওখানে বসানোয় হয়েছে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করতে চায় এবং যেভাবে ক্ষমতায় যেতে পারে তার ব্যবস্থা করতে।’

তিনি বলেন, ‘আপনারা ৭ মার্চ পালন করলেন, খুব ভাল কথা। সরকারি খরচে ঢাক-ঢোল পিটিয়ে, গোটা ঢাকা শহরকে সজ্জিত করে, বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যানার বিলবোর্ড লাগিয়ে দিয়ে আপনারা ৭ মার্চ পালন করলেন— ভাল কথা। তাহলে আমাদের সভা করতে দিচ্ছেন না কেন? আমাদের সভা করতে বাধা দিচ্ছেন কেন?

‘আপনারা বক্তৃতায় বলছেন শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবেন না। আমাদের প্রতিটা কর্মসূচিই তো শান্তিপূর্ণ। প্রত্যেকটা প্রোগ্রামেই আপনারা বাধা দিচ্ছেন। এমন একটা প্রোগ্রাম নাই, যেখানে আপনারা বাধা দেননি। শুধু ঢাকা নয়, সারা দেশে! এমন কোনো কোনো জেলা আছে যেখানে বিএনপিকে দাঁড়াতেই দেন না’— বলেন ফখরুল।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এটা প্রতারণা জনগণের সঙ্গে। এই প্রতারণা করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। ক্ষমতায় যদি যেতে চান, তাহলে অবশ্যই সমস্ত রাজবন্দিকে মুক্তি দিতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, জনগণের সমস্ত অধিকার ফিরিয়ে দিতে হবে এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। তার আগে ক্ষমতায় যাওয়ার সম্ভবনা আপনাদের নেই।’

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. টি আই এম ফজলে রাব্বি চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, এস এম আলম, ইসলমী ঐক্য জোটের চেয়ারম্যান আব্দুর রাকিব, জাগপার সভাপতি রেহেনা প্রধান, ডিএল’র সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া।

সারাবাংলা /এজেড/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর