Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাহেদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুদক


১২ আগস্ট ২০২০ ১৯:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অবৈধ সম্পদ অর্জন ও প্রতারণার অভিযোগের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুদুক।

বুধবার (১২ আগস্ট) দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে এ আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ অনুমতি দিয়েছেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল বলেন, রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদ ওরফে মো. সাহেদ করিমের বিরুদ্ধে তার ব্যক্তিগত সম্পদ, আয়কর ফাঁকি, ভুয়া পরিচয়ে ঋণ গ্রহণ ও করোনার পরীক্ষার ভুয়া রিপোর্ট সরবরাহসহ যে সকল বিষয়ে অভিযোগ উঠেছে সে সম্পর্কে দুদকে একটি অনুসন্ধানী টিম পরিচালক ফানা ফিল্লাহর নেতেৃত্ব কাজ করছেন।

বিজ্ঞাপন

যেহেতু সাহেদ করিম এখন অন্য মামলায় কারাগারে রয়েছেন তাই তারা সে সব বিষয়ে তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলেন। আদালত তা মঞ্জুর করেছেন।

এর আগে গত ৬ জুলাই রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। অভিযানের শেষে গত ৭ জুলাই হাসপাতালের উত্তরা ও মিরপুরের শাখা দুটি সিলগালা করে সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন র‌্যাব।

বুধবার (১৫ জুলাই) ভোরে রাত অবৈধ অস্ত্রসহ সাহেদকে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে আটক করেন র‌্যাব। এরই মধ্যে গত ৩০ জুলাই অস্ত্র মামলায় সাহেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

করোনা দুদক সাহেদ

বিজ্ঞাপন

সবজির বাজার চড়া
৪ জুলাই ২০২৫ ১৬:৩০

আরো

সম্পর্কিত খবর