সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় মোহাম্মদ আলী (২৫) নামে এক অটোরিক্সা চালককে শ্বাসরোধে হত্যা করেছে। পরে মৃতদেহটি রাস্তার পাশে জমিতে ফেলে যায় দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১২ টার দিকে সদর উপজেলার ফুলকোচা এলাকার রাস্তার পাশে ধানক্ষেতের মধ্য থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোহাম্মদ আলী উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বুধবার (১২ আগস্ট) সারাদিন অটোরিক্সা চালিয়ে রাতে বাড়ি ফেরেনি ছেলেটি। আজ সকালে ফুলকোচা এলাকায় ধানক্ষেতে একটি মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি বলেন, ‘নিহতের গলায় কালো চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, গভীর রাতে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যার পর তাকে ধানক্ষেতের পাশে ফেলে রেখে যায়। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অজ্ঞাতনাদের আসামি করে থানায় মামলা হয়েছে।