Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুর শহর রক্ষা বাঁধে ফের ফাটল


১৩ আগস্ট ২০২০ ১৭:৫৫

চাঁদপুর: জেলা শহর রক্ষা বাঁধের পুরানবাজার হরিসভার ২০ মিটার এলাকায় আবারও ফাটল দেখা দিয়েছে। এতে মেঘনার ভাঙনের মুখে রয়েছে পুরো এলাকা। ভাঙন আতংকে স্থানীয় বাসিন্দারা মালামাল সরিয়ে নেওয়া শুরু করেছে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, বুধবার রাত ১০টায় পুরানবাজার হরিসভা এলাকায় ভয়াবহ ফাটল দেখা যায়। এ সময় শহর রক্ষা বাঁধের বেশ কিছু ব্লক নদীতে বিলীন হয়ে যায়। ২০ মিটার এলাকাজুড়ে ফাটল দেখা দেওয়ায় স্থানীয় লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

এর আগে, শহর রক্ষা বাঁধের হরিসভা এলাকায় কয়েক মাস আগেও ভাঙন দেখা দেয়। ওই সময় ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালিভর্তি বস্তা ফেলা হয়। মেঘনা নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ার পাশাপাশি সৃষ্ট ঘূর্ণিপাকে হরিসভাসহ পুরানবাজার ব্যবসায়িক এলাকাটি ঝুঁকিতে রয়েছে।

চাঁদপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বাবুল আখতার বলেন, ‘মেঘনা নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ার পাশাপাশি সৃষ্ট ঘূর্ণিপাকে হরিসভা এলাকায় ভাঙন দেখা দেয়। শহররক্ষা বাঁধের ২৫ মিটার এলাকায় ভাঙনের তীব্রতা বেশি। আমরা খবর পাওয়ার সাথে সাথের ভাঙনরোধে কাজ শুরু করে দিয়েছি।’

ফাটল মেঘনার ভাঙন শহর রক্ষা বাঁধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর