Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় ১৫ আগস্ট দেশব্যাপী দোয়া


১৩ আগস্ট ২০২০ ২৩:৫৪

ঢাকা: দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় আগামী শনিবার (১৫ আগস্ট) দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের জন্য নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ অনুরোধ জানানো হয়। বিবৃতি পাঠান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিবৃতিতে বলা হয়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা, দেশবাসী ও দলের নেতাকর্মী যারা করোনাসহ অন্যান্য রোগে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা, অসুস্থদের আশু সুস্থতা কামনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষদের দুর্দশার থেকে মুক্তির জন্য আগামী ১৫ আগস্ট বিএনপির উদ্যোগে ঢাকা মহানগরসহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করার জন্য দলীয় নেতাকর্মীদের অনুরোধ করা হচ্ছে।

খালেদা জিয়া দীর্ঘায়ু কামনা বিএনপি বিএনপি চেয়ারপারসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর