Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি মাঠে নামলে রাজনীতির চিত্র বদলে যাবে’


৯ মার্চ ২০১৮ ১৪:১৯

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা:  বিএনপি মাঠে নামলেই রাজনীতির চিত্র বদলে যাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার (০৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ আলোচনা সভা  আয়োজন করে ‘বাংলাদেশ ইয়ুথ ফোরাম’ নামের একটি সংগঠন।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘আমরা বলতে চাই, আমরা নির্বাচনে আসব। বিএনপি এবং গণতান্ত্রিক শক্তিসমূহ মাঠে যখন নামবে তখন রাজনীতির চিত্র বদলে যাবে। ধীরে ধীরে এই শান্তিপূর্ণ আন্দোলন একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে এবং আগামী সপ্তায় বেগম খালেদা জিয়া জামিনে মুক্তি পাবেন বলে আমরা আশা করছি।’

তিনি বলেন, ‘বেগম জিয়ার নেতৃত্বে সমস্ত গণতান্ত্রিক শক্তি সমূহকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে এবং দেশে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি, নিরাপত্তা ফিরে আসবে। সুতরাং যারা ভাবছেন, খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন করবেন, তাদেই এই অলীক স্বপ্ন পূরণ হবে না।’

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান রাজের গ্রেফতার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মওদুদ।

তিনি বলেন, ‘পিস্তল একেবারে উঁচু করে মাথায় ঠেকিয়ে, বুকে ঠেকিয়ে, পিঠে ঠেকিয়ে বাবুকে যেভাবে গ্রেফতার করা হয়েছে সেটা গোটা জাতিকে ব্যথিত করেছে। এরপর কাল রাজকে গ্রেফতারের সময় যেটা ঘটল, সেটা সারা জাতিকে অশ্রুসিক্ত করেছে।’

বিজ্ঞাপন

‘সরকারের পতন আসন্ন’— এমন মন্তব্য করে মওদুদ বলেন, এটা কখন করে একটা সরকার? কখন কদিনের আলোতে এ ধরনের বেপরোয়া হয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে? পতন যখন আসন্ন তখনই সরকার এ ধরনের আচরণ করে। সতুরাং এই সরকারের পতন আসন্ন।’

তিনি বলেন, ‘বেছে বেছে আমাদের সত্যিকারের মাঠ পর্যায়ের নেতা. মধ্যম সারির নেতা— প্রত্যেককে ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু কেন? কারণ, তারা ভয় পায়। ভয় পাওয়ার কারণেই এ গুলো করে।’

‘তাদের এত জনপ্রিয়তা। এত বড় জনসভা। তাহলে একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে সেই জনপ্রিয়তা যাচাই করুন। পারবেন না। কেন? আপনারা জানেন, আপনারা বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হবেন। সেই জন্যই আপনারা জনগণের সামনে যেতে ভয় পান।’

বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা এম এ বাশারের সভাপতিত্বে ও সংগঠনটির সভাপতি সাঈদুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপি নেতা খালেদা ইয়াসমিন, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর