পল্লবী থানায় বিস্ফোরণ: রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে
১৪ আগস্ট ২০২০ ২০:০২
ঢাকা: রাজধানীর পল্লবী থানার ভেতরে ‘সন্ত্রাসী’দের কাছে থাকা ওয়েট মেশিন বিস্ফোরণে চার পুলিশসহ পাঁচ জন আহতের ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় রিমান্ড শেষে তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইলিয়াস মিয়া এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত সংস্থা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তিন আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ নির্দেশ দেন।
আসামিরা হলেন— রফিকুল ইসলাম, মোশারফ হোসেন ও শহিদুল ইসলাম।
এর আগে গত ৩০ জুলাই তাদের দুই মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
পুলিশ জানায়, তিন আসামিই স্থানীয় সন্ত্রাসী। তারা শীর্ষ সন্ত্রাসী শাহনেওয়াজের অনুসারী। ঈদের আগে প্রতিপক্ষ কোনো একটি সন্ত্রাসী গ্রুপকে ঘায়েল করতেই তারা অস্ত্র ও বিস্ফোরক সঙ্গে রেখেছিল।
কারাগারে পাঠানোর আদেশ থানায় বিস্ফোরণ পল্লবী থানা বিস্ফোরক আইনে মামলা