Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রদ্ধা আর ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ, ৩২ নম্বরে মানুষের ঢল


১৫ আগস্ট ২০২০ ১২:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাসেল স্কয়ার থেকে পান্থপথ, ধানমন্ডি ৩২ থেকে ২৭ নম্বর— সবখানেই হাজার হাজার মানুষের ঢল। করোনা উপেক্ষা করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা জানাতে নেতাকর্মী ও সাধারণ মানুষ এসেছে ধানমন্ডির ৩২ নম্বরে। এ সময় বঙ্গবন্ধু স্মৃতিবিজড়িত ভবনের ভেতর-বাহির ছিল কানায় কানায় পূর্ণ। বেলা বাড়ার সঙ্গে ভিড়ও বেড়ে চলেছে। পরনে শোকাবহ পোশাক আর বুকে কালো ব্যাজ নিয়ে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত ভবনে গেছেন নারী-পুরুষ, শিশু কিশোর। হাতে ফুল ও কালো পতাকা। কারও কারও হাতে ছিল পুষ্পস্তবক।

শনিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী আর সাধারণ মানুষ বিনম্র চিত্তে জাতির পিতাকে স্মরণ করে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।

বিজ্ঞাপন

ভোরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। এরপর সর্বস্তরের মানুষের জন্য ধানমন্ডি ৩২ নম্বর চত্ত্বর উন্মুক্ত করে দেয়া হয়। শুরু হয় সর্বস্তরের নেতাকর্মী আর সাধারণ মানুষের ঢল। করোনায় সীমিত পরিসরে শ্রদ্ধা নিবেদনের জন্য আহ্বান জানানো হলেও তা উপেক্ষিত ছিল বঙ্গবন্ধুর প্রতি সাধারণ সাধারণ মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায়।

কলাবাগান থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব খান সারাবাংলাকে বলেন, যিনি জন্ম না নিলে হয়তো বাঙালী, বাংলার অস্তিত্বই থাকতো না। আজ সেই শ্রেষ্ঠ মানুষের শাহাদাতবার্ষিকী। প্রিয় নেতা, যার আদর্শে ছাত্র রাজনীতি করি সেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাজারো মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা দেখে আমি নিজেও অভিভূত। ভেবেছিলাম করোনার কারণে হয়তো নেতাকর্মী ও সাধারণ মানুষ তেমন আসবে না। কিন্তু সত্যি কথা হলো, করোনা কিংবা কোন দুর্যোগ বাঙালীর শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে বাধা হতে পারবে না। এটাই প্রমাণিত হলো।

একই কথা বললেন হাজারীবাগ থেকে আসা আওয়ামী লীগের কর্মী তৌফিক এলাহি। তিনি বলেন, শুধু করোনা নয়, কোনো দুর্যোগই প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা ভালোবাসায় বাধা হতে পারবে না। যার জন্য রাজনীতি করি, যার আদর্শের রাজনীতি করি সেই প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে যেকোনো দুর্যোগ মোকাবেলা করেই আসবো। এতে আরও বেশি তৃপ্ত হই।

তবে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও ঢল নেমেছে ধানমন্ডিতে। ঝিগাতলা মনেশ্বর স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাইসা জামান তার বাবা সিদ্দিক জামানের সঙ্গে ৩২ নম্বরে এসেছেন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে। রাইসার বাবা সারাবাংলাকে বলেন, সে এখনও ছোট। কিন্তু গতকয়েক বছর তাকে নিয়েই আসি। যদিও এবার করোনার কারণে আসবো কি না দ্বিধায় ছিলাম। কিন্তু মেয়ে নিজেই তাগাদা দিচ্ছিলো। সে গতকাল ফুল কিনে প্রস্তুত ছিল। তাই আর বাসায় বসে থাকতে পারিনি। চলে আসলাম বাঙালীর কিংবদন্তি নেতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে।

এদিকে, আওয়ামী লীগ ছাড়াও জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সিপিবি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, গণফোরাম, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, জাতীয় পার্টি (জেপি), অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, পুলিশের আইজি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শহীদ পরিবার, ইসলামিক ফাউন্ডেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনসমূহ।

১৫ আগস্ট শোক দিবস ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুকে স্মরণ

বিজ্ঞাপন

ডেমরায় হেলে পড়েছে বহুতল ভবন
২৭ জুলাই ২০২৫ ১৭:০৪

আরো

সম্পর্কিত খবর