ভিয়েতনাম কিনছে রাশিয়ার করোনা টিকা
১৫ আগস্ট ২০২০ ১৪:৩৬
রাশিয়ার উদ্ভাবিত নভেল করোনাভাইরাসের টিকা স্পুটনিক-৫ কেনার জন্য নাম নিবন্ধন করেছে ভিয়েতনাম। খবর তাস।
করোনা সংক্রমণ শুরুর প্রাথমিক অবস্থায় ব্যাপক টেস্ট ও কঠোর আইসোলেশনের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখলেও, সম্প্রতি ভিয়েতনামে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে।
এদিকে, রাষ্ট্রীয় প্রচারমাধ্যম ভিয়েতনাম টেলিভিশনের (ভিটিভি) প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে করোনা সংক্রমণ পরিস্থিতি সামলাতে দেশটি রাশিয়ার করোনা টিকার দিকে ঝুঁকেছে।
পাশাপাশি, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ভিটিভি ওই প্রতিবেদনে বলেছে, এর মধ্যে ভিয়েতনামও নিজস্ব কোভিড-১৯ টিকা উদ্ভাবনেও কাজ চালিয়ে যাবে।
এর আগে, গত সপ্তাহে রাশিয়া তাদের সামরিক বাহিনী ও গ্যামেলিয়া ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে উদ্ভাবিত কোভিড-১৯ টিকাকে জনসাধারণের মধ্যে প্রয়োগের অনুমতি দেয়। করোনাভাইরাস মোকাবিলায় টিকাটি যথেষ্ট কার্যকর বলেও দাবি করেছে রাশিয়া।
তবে, বিপুল সংখ্যক মানুষের ওপর পরীক্ষা চালানো ছাড়াই টিকাটি অনুমোদন পাওয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের গবেষকরা ওই টিকার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
অন্যদিকে, বিশ্বব্যাপী উদ্বেগ ও সন্দেহ থাকলেও ২০টির মতো দেশ এরইমধ্যে রাশিয়ার করোনা টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে মস্কো।
ভিয়েতনাম স্পুটনিক-৫ টিকার ৫-১৫ কোটি ডোজ পেতে চুক্তি করেছে বলে জানিয়েছে তুওইত্রে পত্রিকা। এর মধ্যে কিছু ডোজ টিকা রাশিয়া অনুদান হিসেবে দেবে। বাকিগুলোর দাম দেবে ভিয়েতনাম। কবে নাগাদ এ টিকা পাওয়া যাবে এবং টিকার জন্য কত খরচ হবে সে বিষয়ে কিছু বলতে রাজি হয়নি ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রসঙ্গত, দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে শনিবার (১৫ আগস্ট) পর্যন্ত মোট ৯৩০ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। মৃত্যু হয়েছে ২২ জনের।