Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনা টিকা উৎপাদনে ভারত প্রস্তুত’


১৫ আগস্ট ২০২০ ১৬:৪২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিশেষজ্ঞদের কাছ থেকে সবুজ সংকেত পেলেই বিপুল পরিমাণে করোনা টিকা উৎপাদনের প্রস্তুতি ভারতের আছে। খবর এএনআই।

শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে মোদি করোনা টিকা উৎপাদনের পাশপাশি যত দ্রুত সম্ভব তা দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার সরকারি প্রস্তুতির কথাও উল্লেখ করেন।

এদিকে, দিল্লির রেড ফোর্টে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে মোদি বলেন, ‍কোভিড-১৯ এর অন্তত তিনটি টিকা নিয়ে কাজ করছেন ভারতের বিশেষজ্ঞরা।

এদিন মোদী কমলা ও সাদা রঙে শোভিত পাগড়ি পরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন। একই রঙের স্কার্ফ তার গলায় পেঁচানো ছিল। অনুষ্ঠান চলাকালীন কেউ তারা কাছে ভিড়লে ওই স্কার্ফ দিয়ে তাকে নাক-মুখ ঢাকতে দেখা গেছে।

অন্যদিকে, করোনাভাইরাস মহামারির মধ্যে ভারতের এবারের স্বাধীনতা দিবসের আয়োজনে তেমন জাঁকজমক ছিল না। কুচকাওয়াজে অংশ নেওয়া সেনাদেরকে থাকতে হয়েছে বাধ্যতামূলক কোয়ারেনটাইনে। অনুষ্ঠানে মাত্র চার হাজার ‍অতিথি আমন্ত্রিত ছিলেন। দর্শকসারিতে প্রতিটি চেয়ার ছয় ফুট দূরত্বে ছিল।

ওই আয়োজনে উপস্থিত হয়ে নরেন্দ্র মোদি ১৩০ কোটি রুপির স্বাস্থ্য প্রকল্প ‘ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন’ উদ্বোধন করেন।

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস নরেন্দ্র মোদি ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর