যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ ৫ কর্মকর্তা গ্রেফতার
১৫ আগস্ট ২০২০ ১৮:০৮
যশোর: জেলা শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহত ও আরও অন্তত ১৫ জন আহতের ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় কেন্দ্র তত্ত্বাবধায়কসহ পাঁচ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে জেলা সুপার কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশরাফ হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সেখানে কর্মরত আরও ৯ জনকে প্রাথমিক জিজ্ঞাসবাদ করা হয়। জিজ্ঞাসবাদের ভিত্তিতে ৫ জনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ, সাইকোসোস্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান, ফিজিক্যাল ইন্সট্রাকটর শাহানূর এবং ওমর ফারুক।
গতকাল রাতে কোতোয়ালী থানায় এ বিষয়ে মামলা হয়েছে। মামলা নং ৩৫। সে মোতাবেক আসামিদের আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।