ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযান চালাবেন ৩ ডিএসসিসি ম্যাজিস্ট্রেট
১৬ আগস্ট ২০২০ ১৬:৩৬
ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের জরিপে যেসব ওয়ার্ড ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি, সেসব ওয়ার্ডে অভিযান চালাতে তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয় টিম গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
রোববার (১৬ আগস্ট) দুপুরে ডিএসসিসি সম্পত্তি বিভাগের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের সই করা নোটিশে এ তথ্য জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অভিযান কার্যকর করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদফতরের জরিপে এডিসের লার্ভার আধিক্যপূর্ণ ওয়ার্ড এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে ডিএসসিসির অধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল আহসান, মো. কাজী ফয়সাল ও বিতান কুমার মন্ডলকে নিয়োগ করা হলো। স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে বলেও জানানো হয় নোটিশে।
এর আগে গত ১৩ আগস্ট ডেঙ্গু প্রাদুর্ভাব সম্পর্কিত জরিপের ফল প্রকাশ করে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি)। জরিপে দক্ষিণ সিটি করপোরেশনের ২, ৪, ৮, ৯, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৮, ২৫, ৩৪, ৪০, ৪১, ৪৫ ও ৫১ নম্বর— মোট ১৬টি ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে বলে জানানো হয়। এর মধ্যে ৫১ নম্বর ওয়ার্ডটি সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফর।
ঝুঁকিপূর্ণ ওয়ার্ড ডিএসসিসি ডেঙ্গু ডেঙ্গু ঝুঁকিপূর্ণ দক্ষিণসিটি করপোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট