Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুইডেনে শোক দিবস পালিত


১৬ আগস্ট ২০২০ ১৭:১৫

ঢাকা: শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুইডেনের স্টকহোমের বাংলাদেশ দূতাবাসে শনিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস পালন করা হয়। ওইদিন দূতাবাস প্রাঙ্গণ ও বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

স্টকহোমের বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়, জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫-এর ১৫ আগস্টে ঘাতকের গুলিতে নিহত সকলকে স্মরণ করা হয়।

এছাড়া জাতির পিতা ও তার শহীদ পরিবারবর্গের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতির পিতার সংগ্রামমুখর জীবন, আদর্শ ও কর্মের ওপর আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে নির্ধারিত সকল স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত এ অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সুইডিশ সরকারের নির্দেশনানুযায়ী প্রাক-নিবন্ধনের মাধ্যমে কমিউনিটি সদস্যরা অংশগ্রহণ করেন।

দূতাবাসের প্রথম সচিব সায়মা রাজ্জাকীর সঞ্চালনায় মুক্ত আলোচনা পর্বে উপস্থিত কমিউনিটি সদস্যরা অংশগ্রহণ করেন এবং জাতীয় শোক দিবসের তাৎপর্য বিশ্লেষণ করেন। বক্তারা তাদের আলোচনায় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতার দূরদর্শী নেতৃত্ব এবং অসামান্য আত্মত্যাগ-এর কথা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন। তারা বলেন, ‘ঘাতকরা ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার নীতি ও আদর্শকে হত্যা করতে সমর্থ হয়নি।’

বক্তারা বর্তমান সরকারের অধীনে দেশের উন্নয়ন কর্মকাণ্ড বিশেষত করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন এবং ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে দেশের উন্নয়নে অধিকতর অবদান রাখার প্রয়াস ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির মহান স্বাধীনতার রূপকার। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠাই ছিল তার স্বপ্ন। সদ্য স্বাধীন দেশে বঙ্গবন্ধু যখন সমগ্র জাতিকে নিয়ে সোনার বাংলাদেশ গড়ার সংগ্রামে নিয়োজিত, তখনই সপরিবারে তাকে হত্যার মধ্য দিয়ে বাঙালির অগ্রযাত্রাকে স্তব্ধ করার অপপ্রয়াস চালানো হয়। ১৫ আগস্ট এর কলঙ্কময় রাতে বাঙালি জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ হবার নয়।’

আলোচনা পর্ব শেষে জাতির পিতার গৌরবোজ্জ্বল কর্মময় জীবনের ওপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্রসমূহ প্রদর্শিত হয়। সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং বাংলাদেশসহ সারাবিশ্বের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পাঠ করা হয়।

সারাবাংলা/জেআইএল/এমআই

দিবস শোক সুইডেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর