Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধামরাইয়ে বন্যার্তদের মাঝে নৌবাহিনীর ত্রাণ বিতরণ


১৬ আগস্ট ২০২০ ১৯:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকার ধামরাইয়ে বন্যার্ত মানুষদের কাছে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার (১৬ আগস্ট) দুপুরে ধামরাইয়ের কুল্লা ও সোমভাগ এলাকায় কয়েকশ’ বানভাসি মানুষকে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়।

বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, লবণ, চিড়াসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল সোলায়মান কবিরসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

উল্লেখ্য, দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সহায়তায় নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

এছাড়া, খুলনা নৌ অঞ্চলের পক্ষ হতে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বন্যাদূর্গত এলাকার প্রায় ৪০০ পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, মুড়ি ও গুড় দেওয়া হয়েছে।

ত্রাণ সহায়তা বানভাসি মানুষ বাংলাদেশ নৌবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর