ঢাকা: কূটনীতিক ড. খলিলুর রহমানকে কানাডায় বাংলাদেশের পরবর্তী দূত হিসেবে নির্বাচন করেছে সরকার। অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কূটনীতিক বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনাবিষয়ক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। যথাযথ আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বোববার (১৬ আগস্ট) জানিয়েছে, কানাডায় হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়া ড. খলিলুর রহমান একজন পেশাদার এবং দক্ষ কূটনীতিক। তিনি ১৯৮৫ সালের বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) এ যোগ দেওয়ার মধ্য দিয়ে কূটনৈতিক পেশা শুরু করেন। পেশাগত জীবনে তিনি নয়াদিল্লি, জেনেভাসহ একাধিক মিশনে বাংলাদেশের পক্ষে বিভিন্ন দায়িত্ব পালন করেন।
কূটনীতিক ড. খলিলুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ থেকে চিকিৎসা বিদ্যায় এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি দেশের বাইরের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে এমএ, আন্তর্জাতিক সংগঠন বিষয়ে এমফিল এবং জনস্বাস্থ্য বিষয়ে পিএইচডি করেছেন।